চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে ভাইরাল হয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত বুধবার জেলার দর্শনা উপজেলার নেহালপুর গ্রামের দরগাপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় ট্রাক্টরচালক। তাঁদের তিন সন্তান রয়েছে।
সেকেন্দার আলী বলেন, ‘আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার স্ত্রীর প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে পারি। সন্তানদের কথা ভেবে বারবার স্ত্রীকে ক্ষমা করেছি। গত বুধবার সন্ধ্যায় আমি স্ত্রীকে তার সঙ্গে কথা বলতে শুনি। তাই তাকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়ি যাই। পরে গ্রামবাসীর সহায়তায় তাদের বিয়ে দিয়েছি।’
সেকেন্দার আলী আরও বলেন, ‘তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।’
নেহালপুর গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাটি এলাকায় সবার মুখে মুখে। বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরও আলোচনায় এসেছেন সেকেন্দার আলী।
স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলী হোসেন বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে আমি ওই যুবককে চিনি না।’
বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাটি স্খানীয় লোকজনের মাধ্যমে শুনেছি। সেকেন্দার আলী নামে এক যুবক তার স্ত্রীকে প্রেমিক তথা যুবকের আপন খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এলাকার মানুষের মধ্যে একটু বাজে প্রভাব পড়েছে।’
চুয়াডাঙ্গায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে ভাইরাল হয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত বুধবার জেলার দর্শনা উপজেলার নেহালপুর গ্রামের দরগাপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় ট্রাক্টরচালক। তাঁদের তিন সন্তান রয়েছে।
সেকেন্দার আলী বলেন, ‘আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার স্ত্রীর প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে পারি। সন্তানদের কথা ভেবে বারবার স্ত্রীকে ক্ষমা করেছি। গত বুধবার সন্ধ্যায় আমি স্ত্রীকে তার সঙ্গে কথা বলতে শুনি। তাই তাকে নিয়ে খালাতো ভাইয়ের বাড়ি যাই। পরে গ্রামবাসীর সহায়তায় তাদের বিয়ে দিয়েছি।’
সেকেন্দার আলী আরও বলেন, ‘তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।’
নেহালপুর গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাটি এলাকায় সবার মুখে মুখে। বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরও আলোচনায় এসেছেন সেকেন্দার আলী।
স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলী হোসেন বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে আমি ওই যুবককে চিনি না।’
বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাটি স্খানীয় লোকজনের মাধ্যমে শুনেছি। সেকেন্দার আলী নামে এক যুবক তার স্ত্রীকে প্রেমিক তথা যুবকের আপন খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এলাকার মানুষের মধ্যে একটু বাজে প্রভাব পড়েছে।’
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে চার গরু ব্যবসায়ী কাছে থেকে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার ভোরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আজ শনিবার ঘটনা জানাজানি হয়।
১৪ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কয়েক বছর ধরে মিয়ানমারের ভেতরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বেড়েছে।
১৮ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মো. এমরান (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে।
২০ মিনিট আগেদিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।
৪৩ মিনিট আগে