Ajker Patrika

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভাইবোনছড়ায় সাধারণ শিক্ষার্থী, ছাত্র ও যুবসমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভাইবোনছড়ায় সাধারণ শিক্ষার্থী, ছাত্র ও যুবসমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলার পরপরই রাত ৩টার দিকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। এ ঘটনায় অভিযুক্ত মো. সোহেল ইসলাম (২৩) ও মো. মুনির ইসলাম (২৯) পলাতক রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে যায় ওই ছাত্রী। সেখানে গভীর রাতে ছয়জন যুবক ঘরে ঢুকে আত্মীয়দের বেঁধে রেখে ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ভুক্তভোগীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। কিন্তু মানসিক চাপে ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে অসুস্থ অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর জ্ঞান ফিরলে বিষয়টি পরিবারকে জানায় ওই ছাত্রী। ভুক্তভোগী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, ওই ছাত্রীর অবস্থা গুরুতর। সে মানসিকভাবে বিপর্যস্ত। তাকে গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘মামলা হওয়ার পরপরই আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় ভাইবোনছড়ায় সাধারণ শিক্ষার্থী, ছাত্র ও যুবসমাজ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ ছাড়া হিল উইমেন্স ফেডারেশন ও পিসিপির জেলা শাখা নিন্দা জানিয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত