Ajker Patrika

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুজন কারাগারে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৩: ৫৮
রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, দুজন কারাগারে

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার ও লোহার রডসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার কাটাখালীসংলগ্ন লখপুর এলাকা থেকে পিকআপ ভ্যানবোঝাই এসব মালামাল জব্দ করা হয়। 

খুলনা র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে র‍্যাব লখপুর মহাসড়কের পাশে থেকে পিকআপ ভ্যান বোঝাই তামার তার ও লোহার রড উদ্ধার করে। এ সময় চালকসহ দুজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন পাবনার চরঘোষপুর এলাকার কালাম প্রামাণিকের ছেলে বিপ্লব হোসেন (১৯) ও খুলনার দিলখোলা এলাকার দুলাল শেখের ছেলে পিকআপ ভ্যানচালক মেহেদী হাসান (২৩)। রাতেই উদ্ধার হওয়া পিকআপ ভ্যানসহ আটকদের ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে লোহা ৫ হাজার ৪৯৫ কেজি, তামার তার ৫০ কেজি। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আসামিসহ পিকআপ ভ্যান বোঝাই মালামাল থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত