Ajker Patrika

দৌলতপুরে ‘বালুর ঘাট ও মাদকের নিয়ন্ত্রণ নিয়ে’ তরুণ খুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজু মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

নিহত রাজুর পরিবারের দাবি, সোমবার রাত ৯টার দিকে স্থানীয় বতলেব কসাইয়ের ছেলে সজীব হোসেন রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে মরিচা ইউনিয়নের পদ্মা চরে প্রতিপক্ষের লোকজন রাজুকে আঘাত করে এবং পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে।

গুলির খবর পেয়ে রাজুর পরিবার ও সজীব দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এলাকাবাসী জানায়, রাজু একসময় মরিচা ইউনিয়নের চরে সক্রিয় সন্ত্রাসী সাঈদ বাহিনীর সহযোগী হিসেবে কাজ করত। সাঈদ বাহিনী এলাকায় বালু, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজু তাদের সঙ্গ ত্যাগ করে এবং বিএনপি নেতা ও মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের সঙ্গে চলাফেরা শুরু করে। এ কারণে সাঈদ বাহিনীর লোকজন রাজুর ওপর ক্ষুব্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে।

মরিচা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘পূর্বপরিকল্পনা মোতাবেক রাজুকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে রাজুর সঙ্গে সাঈদ বাহিনীর লোকজনের বাগ্‌বিতণ্ডাও হয়েছিল।’

তবে রাজুকে কী কারণে কে বা কারা হত্যা করেছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি। তবে এলাকাবাসীর ধারণা, এলাকায় মাদক কারবার ও বালুর ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে জানান, রাত সোয়া ১টার দিকে রাজুকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় সজীব নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত