খুবি প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘এগ্রোটেকনোলজি সিলভার জুবিলি-২০২৩’ নামে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল ৯টায় রজতজয়ন্তী উপলক্ষ্যে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
পরে তাঁর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ অংশগ্রহণ করেন।
এ রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘সমাজের পরিবর্তনের সঙ্গে আমাদের পরিবর্তন হতে হবে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরও সেভাবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সকলের পারস্পারিক সহযোগিতায় তা অব্যাহত রাখতে হবে।’
উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি কৃষিকেন্দ্রিক। যার কারণে করোনা মহামারীসহ বৈশ্বিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি সঠিক অবস্থানে রয়েছে। কৃষির গবেষণা এবং গবেষণা ফলের কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রেখেছে। এজন্য দেশের কৃষক সমাজ ও কৃষিবিদদের অবদান গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে স্মৃতিচারণ করেন ডিসিপ্লিনের শিক্ষক ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল স্পোর্টস, নতুন কমিটি গঠন, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো।
নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘এগ্রোটেকনোলজি সিলভার জুবিলি-২০২৩’ নামে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল ৯টায় রজতজয়ন্তী উপলক্ষ্যে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
পরে তাঁর নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ অংশগ্রহণ করেন।
এ রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘সমাজের পরিবর্তনের সঙ্গে আমাদের পরিবর্তন হতে হবে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরও সেভাবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সকলের পারস্পারিক সহযোগিতায় তা অব্যাহত রাখতে হবে।’
উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি কৃষিকেন্দ্রিক। যার কারণে করোনা মহামারীসহ বৈশ্বিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি সঠিক অবস্থানে রয়েছে। কৃষির গবেষণা এবং গবেষণা ফলের কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রেখেছে। এজন্য দেশের কৃষক সমাজ ও কৃষিবিদদের অবদান গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে স্মৃতিচারণ করেন ডিসিপ্লিনের শিক্ষক ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল স্পোর্টস, নতুন কমিটি গঠন, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে