Ajker Patrika

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১

যশোর প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৭: ০৮
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১

যশোরের বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়লে সেখানে মাছ ধরার সময় এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘারপাড়ার শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিদ্দিক হোসেন (৫০) বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে মো. সাহিদুল (১৮), বারেক মোল্লা ছেলে আব্দুল মজিদ (৪৮) ও জালাল মোল্লার ছেলে মো. কবির হোসেন (৩৫)। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে মাঠে কয়েকজন মাছ ধরছিলেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। তখন খাদে মাছ ধরা কয়েকজনকে ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। 

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধার করেছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত