Ajker Patrika

বাঘারপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ০৭
বাঘারপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩

যশোরের বাঘারপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার পুখুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহত নাজমুল হোসেন বাঘারপাড়ার ইসান মোল্লার ছেলে।

আহতরা হলেন—বাঘারপাড়ার রহেন মোল্লার ছেলে সবুজ হোসেন (২৩), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে সজীব হোসেন (১৭) ও মাগুরার মোহম্মদপুর উপজেলার দেউলী গ্রামের আবুল হোসেনের ছেলে পিকুল হোসেন (৫০)। 

জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুখুরিয়া বাজার এলাকায় যশোর থেকে আসা ও যশোরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক ডা. সিনথিয়া ফারহানা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। 

আহত সজীব হোসেন বলেন, ‘আমরা তিনজন এক মোটরসাইকেলে করে যশোরে যাচ্ছিলাম। পুখুরিয়া বাজার এলাকায় পৌঁছালে যশোর থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে আমাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নাজমুল হোসেন ছিটকে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 

ডা. সিনথিয়া ফারহানা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে পৌঁছানোর আগেই নাজমুল হোসেন নামে ওই ব্যক্তি মারা গেছেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সবুজ হোসেন ও সজীব হোসেন বাঘারপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত পিকুল হোসেনকে তাঁর স্বজনেরা নিয়ে গেছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের দুই সঙ্গী বাঘারপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে যশোর থেকে আসা মোটরসাইকেলচালক পিকুল হোসেন বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন এবং মৃত্যুর ঘটনা শুনে পালিয়ে যান। তাঁকে খোঁজা হচ্ছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, দুই পক্ষের উপস্থিতিতে তাঁদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুটি মোটরসাইকেল বাঘারপাড়া থানার পুলিশের হেফাজতে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত