বেনাপোল (যশোর) প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার কর্মদিবস শেষে শুরু হবে ঈদের ছুটি, যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।
বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়কপথে ৮০ শতাংশ বাণিজ্যই বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। প্রায় ১২ হাজার মানুষ এই বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। সরকারি হিসাব অনুযায়ী, বন্দর থেকে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তবে টানা আট দিনের ছুটির কারণে বাণিজ্যে স্থবিরতা আসবে এবং রাজস্ব ঘাটতির শঙ্কা রয়েছে।
ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর পাশাপাশি আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘বেনাপোল বন্দরে হাজার হাজার কোটি টাকার পণ্য সংরক্ষিত রয়েছে। ছুটির মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ভারতীয় ট্রাকচালক অশোক কুমার জানান, বাংলাদেশে আট দিন ছুটির কারণে তাঁরা পণ্য পরিবহন করতে পারবেন না। বন্দরেই তাঁরা খালাসের অপেক্ষায় থাকবেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ছুটির মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার কর্মদিবস শেষে শুরু হবে ঈদের ছুটি, যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।
বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়কপথে ৮০ শতাংশ বাণিজ্যই বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। প্রায় ১২ হাজার মানুষ এই বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। সরকারি হিসাব অনুযায়ী, বন্দর থেকে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তবে টানা আট দিনের ছুটির কারণে বাণিজ্যে স্থবিরতা আসবে এবং রাজস্ব ঘাটতির শঙ্কা রয়েছে।
ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর পাশাপাশি আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘বেনাপোল বন্দরে হাজার হাজার কোটি টাকার পণ্য সংরক্ষিত রয়েছে। ছুটির মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ভারতীয় ট্রাকচালক অশোক কুমার জানান, বাংলাদেশে আট দিন ছুটির কারণে তাঁরা পণ্য পরিবহন করতে পারবেন না। বন্দরেই তাঁরা খালাসের অপেক্ষায় থাকবেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ছুটির মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে