খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়ের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়েছেন ওই ডিসিপ্লিনেরই ২২ শিক্ষার্থী। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক বিটপ শোভন বাছাড়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। যদিও সব ঘটনাকেই সাজানো ও ষড়যন্ত্র দাবি অভিযুক্ত শিক্ষকের।
জানা যায়, ওই ডিসিপ্লিনের ২২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগে জানা যায়, বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনের ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে যৌন হয়রানির করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। যে ছাত্রীদের তিনি পছন্দ করেন তাদের বেশি সুযোগ-সুবিধা দেন। ফিগার পেইন্টিংয়ের ক্ষেত্রে ছাত্রীদের আপত্তিকর কথা বলতেন এবং সে অনুযায়ী কাজও করতে বলতেন। তিনি ছেলেদের কোনোভাবে সহ্য করতে পারতেন না।
অভিযোগে আরও জানানো হয়, বিভিন্নভাবে নিজেকে গুরু মানতে বাধ্য করার চেষ্টা করতেন ওই শিক্ষক। যেসব শিক্ষার্থী তাঁর শিষ্যত্ব গ্রহণ করবেন, তাঁদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানাতেন। ড্রয়িং ও পেইন্টিং শেখানোর ক্ষেত্রে এই গুরু-শিষ্য চর্চা সীমাবদ্ধ ছিল না। যারা শিষ্যত্ব গ্রহণ করবেন তাঁদের সবকিছু ত্যাগ করতে বলতেন তিনি। যখন-তখন তাঁকে সময় দিতে হবে এবং বয়ফ্রেন্ড থাকলে চলবে না বলেও শর্ত দিয়ে আসছেন।
ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের তাঁর সঙ্গে একা দেখা করতে বলতেন। যদি কোনো ছাত্রী কাউকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন তাহলে ধমক দিয়ে বের করে দিতেন। এ ছাড়া ছাত্রীদের একা দেখলে জোর করে বাসায় পৌঁছে দেওয়ার অভিযোগও আছে।
অভিযোগে আরও জানা যায়, পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রেও হয়রানির অভিযোগ রয়েছে। যাঁরা ওই শিক্ষকের সঙ্গে কম যোগাযোগ করেন, তাঁদের কম নম্বর দেওয়া হয়। পছন্দের বাইরের কোনো শিক্ষার্থী প্রয়োজনে ফোন বা যোগাযোগ করলে সাহায্য করেন না।
তবে অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড়ের দাবি, এ ধরনের কোনো কাজ তিনি করেননি। কারও ইন্ধনে এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।
অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড় বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমি বিস্তারিত জানি না। অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো পত্র দেওয়া হয়নি। শুধু ডিসিপ্লিন প্রধান বরাবর সাময়িক অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের বিষয়ে বলেন, ‘বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনে অনেক কিছুর প্রতিবাদ করায় এমন হঠাৎ অভিযোগ এসেছে মনে করি। এ ছাড়া কোনো ধরনের বাজে পলিটিকসের শিকার হয়ে শিক্ষার্থীরা কারও দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের অভিযোগ করেছেন।’
গুরু-শিষ্যের ব্যাপারে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা আসলে এ টার্মই বোঝে না। যার জন্য তাঁরা বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে।’
এদিকে খুবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে।
এদিকে অপ্রীতিকর এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। রেজিস্ট্রার বলেন, সবকিছু সুচারুভাবে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ অভিযোগ পাওয়ার পর ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়ের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়েছেন ওই ডিসিপ্লিনেরই ২২ শিক্ষার্থী। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক বিটপ শোভন বাছাড়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। যদিও সব ঘটনাকেই সাজানো ও ষড়যন্ত্র দাবি অভিযুক্ত শিক্ষকের।
জানা যায়, ওই ডিসিপ্লিনের ২২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগে জানা যায়, বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনের ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে যৌন হয়রানির করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। যে ছাত্রীদের তিনি পছন্দ করেন তাদের বেশি সুযোগ-সুবিধা দেন। ফিগার পেইন্টিংয়ের ক্ষেত্রে ছাত্রীদের আপত্তিকর কথা বলতেন এবং সে অনুযায়ী কাজও করতে বলতেন। তিনি ছেলেদের কোনোভাবে সহ্য করতে পারতেন না।
অভিযোগে আরও জানানো হয়, বিভিন্নভাবে নিজেকে গুরু মানতে বাধ্য করার চেষ্টা করতেন ওই শিক্ষক। যেসব শিক্ষার্থী তাঁর শিষ্যত্ব গ্রহণ করবেন, তাঁদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানাতেন। ড্রয়িং ও পেইন্টিং শেখানোর ক্ষেত্রে এই গুরু-শিষ্য চর্চা সীমাবদ্ধ ছিল না। যারা শিষ্যত্ব গ্রহণ করবেন তাঁদের সবকিছু ত্যাগ করতে বলতেন তিনি। যখন-তখন তাঁকে সময় দিতে হবে এবং বয়ফ্রেন্ড থাকলে চলবে না বলেও শর্ত দিয়ে আসছেন।
ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের তাঁর সঙ্গে একা দেখা করতে বলতেন। যদি কোনো ছাত্রী কাউকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন তাহলে ধমক দিয়ে বের করে দিতেন। এ ছাড়া ছাত্রীদের একা দেখলে জোর করে বাসায় পৌঁছে দেওয়ার অভিযোগও আছে।
অভিযোগে আরও জানা যায়, পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রেও হয়রানির অভিযোগ রয়েছে। যাঁরা ওই শিক্ষকের সঙ্গে কম যোগাযোগ করেন, তাঁদের কম নম্বর দেওয়া হয়। পছন্দের বাইরের কোনো শিক্ষার্থী প্রয়োজনে ফোন বা যোগাযোগ করলে সাহায্য করেন না।
তবে অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড়ের দাবি, এ ধরনের কোনো কাজ তিনি করেননি। কারও ইন্ধনে এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।
অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড় বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমি বিস্তারিত জানি না। অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো পত্র দেওয়া হয়নি। শুধু ডিসিপ্লিন প্রধান বরাবর সাময়িক অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের বিষয়ে বলেন, ‘বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনে অনেক কিছুর প্রতিবাদ করায় এমন হঠাৎ অভিযোগ এসেছে মনে করি। এ ছাড়া কোনো ধরনের বাজে পলিটিকসের শিকার হয়ে শিক্ষার্থীরা কারও দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের অভিযোগ করেছেন।’
গুরু-শিষ্যের ব্যাপারে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা আসলে এ টার্মই বোঝে না। যার জন্য তাঁরা বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে।’
এদিকে খুবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে।
এদিকে অপ্রীতিকর এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। রেজিস্ট্রার বলেন, সবকিছু সুচারুভাবে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ অভিযোগ পাওয়ার পর ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যশোরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া সুলতানা (১৩) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের...
৪ মিনিট আগেরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৬ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
৪০ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
১ ঘণ্টা আগে