Ajker Patrika

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

খুলনা প্রতিনিধি
অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান।  ছবি: আজকের পত্রিকা
অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

খুলনার তেরখাদা উপজেলায় ৬টি অবৈধ ইটভাটা বন্ধসহ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার এসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ।

তিনি জানান, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তেরখাদায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার রাজ ব্রিকস, নিউ বিবিসি, খান ব্রিকস, বিবিসি ও এনবিএল, কেবিসি নামে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়।

এর আগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং মধুপুর গ্রামের নদীর তীরবর্তী অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজে ব্যবহৃত ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঁখি শেখ বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক উপজেলায় চলমান ৬টি অবৈধ ইটভাটা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা-পুলিশ, যৌথ বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত