নিজস্ব প্রতিবেদক, খুলনা
মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে মশারি মিছিল করেছেন খুলনা নাগরিক সমাজ। আজ শনিবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটকের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়ে অবস্থিত শহীদ ডা. মিলন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মো. লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু ও বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—সাংবাদিক এইচএম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহাসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপির এসএমএ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, সমাজকর্মী ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মো. হাবিব হোসেন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন—মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থান ধ্বংস, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুত-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহি ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে নেতারা বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সব শেষে মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।
মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে মশারি মিছিল করেছেন খুলনা নাগরিক সমাজ। আজ শনিবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটকের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তা মোড়ে অবস্থিত শহীদ ডা. মিলন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টি নেতা শাহ মো. লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু ও বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—সাংবাদিক এইচএম আলাউদ্দিন, উন্নয়ন সংগঠক বাহালুল আলম, পাখি দত্ত, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, মহাসচিব আবু আসলাম বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, সিডিপির এসএমএ রহিম, গণসংহতি আন্দোলনের নেতা সেলিম বকুল, ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি আল আমিন, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, সমাজকর্মী ওয়াহিদুজ্জামান হান্নান, আরাফাত হোসেন, মো. হাবিব হোসেন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন—মশার উপদ্রব ঠেকাতে ড্রেন পরিষ্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, মশার প্রজনন স্থান ধ্বংস, মশার প্রজনন মৌসুমের শুরুতে ওষুধ ছিটানো, ভেজালমুক্ত উচ্চমাত্রার ওষুধ ব্যবহার, ওষুধ ক্রয়-মজুত-ব্যবহারসহ সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহি ও দুর্নীতি বন্ধ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে নেতারা বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগের ঝুঁকি। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সব শেষে মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে