Ajker Patrika

ঈদ ও গ্রীষ্মের ছুটিতে হল খোলা রাখার দাবিতে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৪, ১৯: ৪৫
Thumbnail image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে হল খোলা রাখার দাবিতে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে প্রধান ফটক আটকে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে সরে যান শিক্ষার্থীরা। 

দুপুরের পর সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদল উপাচার্যের বাংলোয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে দেখা করেন এবং দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় আগামী ৬ থেকে ২৮ জুন পর্যন্ত মোট ২৩ দিন গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি থাকবে। আবাসিক হলগুলো বন্ধ থাকবে ১০ থেকে ২৪ জুন পর্যন্ত। যা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর শিক্ষার্থী পড়াশোনা করে। নির্দিষ্ট ধর্মীয় এসব ছুটিতে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বাধ্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হয়।’ 

তাঁরা আরও বলেন, ‘অনেকেই বিসিএসের পরীক্ষার প্রিলিমিনারিতে টিকেছেন, সামনে লিখিত পরীক্ষা। তা ছাড়া অনেকেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের জন্য এই লম্বা ছুটি ক্ষতির কারণ। অনেক চাকরি পরীক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রভোস্ট কাউন্সিলের সাথে আলোচনা করছি, যেন তা৭রা ছুটি কমিয়ে আনেন।’ 

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে হল খোলা রাখার দাবিতে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরাএ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজকের পত্রিকাকে জানান, ‘বন্ধের বিষয়টি এখন চূড়ান্ত হয়ে গেছে। বিষয়টি নিয়ে যদি তারা আরও আগে আসত, তাহলে ছুটির বিষয়টি দেখা যেত। তারপরও বিষয়টা আমি প্রভোস্ট কাউন্সিলকে ফরওয়ার্ড করবে। প্রভোস্ট কাউন্সিল যেটা সিদ্ধান্ত নেয়, সেটা বাস্তবায়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত