Ajker Patrika

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনের দ্বিতীয় দিনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান করেন।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে আজ সকালে ক্যাম্পাসের শহীদ মিনার থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসের মূল ফটক থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনের নেতৃত্বে থাকা মোখলেসুর রহমান সুইট বলেন, ‘আমাদের আন্দোলন যৌক্তিক। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে। সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাই না। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে কিছু সময়ের জন্য অবস্থান নিয়েছিলেন। পরে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত