Ajker Patrika

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

­যশোর প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০: ২০
শাওন ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত
শাওন ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত

যশোরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে আটক করা হয়। আটক শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য এম শরিফুল ইসলাম (কনস্টেবল নম্বর ১৭১১) শহরের জেল রোডে ল্যাবএইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন ইসলাম। রাস্তায় যানজটের সৃষ্টি হলে তাঁকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন পুলিশ সদস্য শরিফুল ইসলাম।

এ সময় শাওন তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দুজনের তর্কাতর্কির একপর্যায়ে শাওন ঘুষি মেরে ট্রাফিক সদস্য শরিফুলের নাক ফাটিয়ে দেন। এ সময় পথচারীরা জড়ো হয় তাঁকে রক্ষা করেন।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করেন এবং তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়েছে শুনেছি। নাক ফাটানোর বিষয়টি জানি না। তবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত