Ajker Patrika

রাতের আঁধারে চুরমার করে দিয়ে গেল পালদের সম্বল

বেনাপোল (যশোর) প্রতিনিধি
রাতের আঁধারে চুরমার করে দিয়ে গেল পালদের সম্বল

যশোরের শার্শায় পাল পাড়ায় ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বত্তরা। এ ঘটনার বিচার চেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 

বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া পালপাড়ায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা মাটির তৈরি বিভিন্ন সামগ্রী ভাংচুর করে।

ভুক্তভোগী  পালপাড়ার নির্মল পাল, অর্ন পাল, আশ্বিন পাল ও খগেন পাল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখতে পান মাটির কাঁচা বাসনপত্র কে বা কারা ভেঙে ফেলেছে। করোনাকালীন দুই বছর কাজ কম থাকায় তাঁরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবার এমন সন্ত্রাসী কার্যক্রমে তাঁরা পথে বসার উপক্রম হয়েছে। 

রাতের আঁধারে মাটির কাঁচা পাত্রগুলো তছনছ করে দিয়ে গেছে দুর্বৃত্তরাতাঁরা বলেন, এর আগেও অনেকবার আমাদের কষ্টের তৈরি জিনিসপত্র দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে। কিন্তু আমরা ভয়ে কোনো কিছু করতে পারছি না।

গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আকরাম হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত