Ajker Patrika

৬৬০ টন কয়লাসহ দুটি লাইটার জব্দ, ৩৭ চোরাকারবারি আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৫২
Thumbnail image

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেল দিয়ে পাচার হওয়ার সময় ৬৬০ টন কয়লাসহ দুটি লাইটার জাহাজ জব্দ করেছে কোস্টগার্ড। সেই সঙ্গে কয়লা চুরির সঙ্গে জড়িত ৩৭ চোরাকারবারিকে আটক করা হয়েছে। 

আজ রোববার সকালে পশুর চ্যানেলের বটিয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহম্মেদ। 

জব্দকৃত লাইটার দুটি হলো—এমভি আল রতনা ও পাচার কাজে ব্যবহৃত ট্রলার তানজিলা-২। 

কোস্টগার্ড বলছে, মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চুরি করে যশোরের নওয়াপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল জাহাজ দুটি। এ সময় সেখানে ৬৬০ টন কয়লা ছিল। 

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চুরি করে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের ও আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে। লাইটার দুটি জব্দ করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কয়লাগুলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা নয়। অন্য কোনো ব্যবসায়ী বাণিজ্যিক কাজে আমদানি করেছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত