Ajker Patrika

কালিগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে ২ ভাইয়ের প্রাণ গেল করোনায়

প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা) 
Thumbnail image

বড় ভাইয়ের দাফনের কয়েক ঘণ্টা পর খবর এল মেজো ভাইও করোনায় মারা গেছেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকার্ত পরিবারে এখন শুধু আর্তনাদ আর আহাজারি। 

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন আপন দুই ভাই। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ও বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। 

মৃত মজিবর সরদার (৭০) ও আমজাদ সরদার (৬৫) কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পারমন্দকাটি গ্রামের মৃত রাসেক আলী সরদারের ছেলে। করোনায় শনাক্তের পর আট দিন আগে আমজাদ সরদারকে ও তিন দিন আগে মজিবার সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্পর্কে মজিবার সরদার বড় ও আমজাদ সরদার মেজো। ১২ ঘণ্টার ব্যবধানে দুই ভাই মারা যান। 

এই পরিবারের মেয়েজামাই হুমায়ুন কবীর জানান, আক্রান্ত হওয়ার পর ৮ দিন আগে আমজাদ সরদারকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। তিন দিন আগে ভর্তি করা হয়েছিল মজিবার সরদারকে। ভোর রাতে মজিবার সরদার ও বিকেলে আমজাদ সরদার মারা গেছেন। 

জানা গেছে, মজিবর সরদারের তিন ছেলে ও এক মেয়ে আর আমজাদ সরদারের দুই ছেলে ও দুই মেয়ে। 

মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বলেন, সকালে এক ভাইয়ের দাফন হয়েছে। বিকেলে আরেক ভাই মারা গেছেন। শুক্রবার সকালেই তাঁর দাফন হয়েছে। এক দিনে দুই ভাই করোনায় মারা গেলেন। গোটা এলাকা ও পরিবারটিতে এখন শোক বিরাজ করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত