কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল কাজীর ছেলে তারেক কাজীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে যায় মাথা গোঁজার একমাত্র টিনের ঘরটি। সে সময় ওই শিশু ও তার মা অন্যত্র ছিলেন। অন্য এক বোন ছিল নানাবাড়ি। আর ছোট বোন ছিল চাচার ঘরে।
শনিবার সন্ধ্যার পর উপজেলার গোপগ্রাম ইউনিয়নে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশু ও তার মাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে কোথায় রয়েছে, এ বিষয়ে পরিবারের কেউ মুখ খোলেনি।
দেখা গেছে, মাথা গোঁজার একমাত্র ঘর ও পাশের রান্নাঘরটি পুড়ে গেছে। কিছু বাঁশের খুঁটি দাঁড়িয়ে রয়েছে। ঘরে বিছানা-বালিশ আংশিক পোড়া অবস্থায় পড়ে রয়েছে।
শিশুটির চাচা বলেন, কয়েক দিন ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়েন। পরে লোজনের চিৎকারে তিনি জেগে দেখেন তাঁর ভাইয়ের ঘরে আগুন।
ওই ওয়ার্ডের মেম্বার জানান, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তা ছাড়া ওই বাড়িতে গভীর রাতে আগুন লাগবে কী করে। তিনি ওই শিশু ধর্ষণের বিচার দাবি করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা শোনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। হঠাৎ করে ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শোনামাত্র জড়িত থাকার অভিযোগে তারেক কাজী নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি আফজাল কাজীর ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
কুষ্টিয়ার খোকসায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল কাজীর ছেলে তারেক কাজীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে যায় মাথা গোঁজার একমাত্র টিনের ঘরটি। সে সময় ওই শিশু ও তার মা অন্যত্র ছিলেন। অন্য এক বোন ছিল নানাবাড়ি। আর ছোট বোন ছিল চাচার ঘরে।
শনিবার সন্ধ্যার পর উপজেলার গোপগ্রাম ইউনিয়নে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশু ও তার মাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে কোথায় রয়েছে, এ বিষয়ে পরিবারের কেউ মুখ খোলেনি।
দেখা গেছে, মাথা গোঁজার একমাত্র ঘর ও পাশের রান্নাঘরটি পুড়ে গেছে। কিছু বাঁশের খুঁটি দাঁড়িয়ে রয়েছে। ঘরে বিছানা-বালিশ আংশিক পোড়া অবস্থায় পড়ে রয়েছে।
শিশুটির চাচা বলেন, কয়েক দিন ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়েন। পরে লোজনের চিৎকারে তিনি জেগে দেখেন তাঁর ভাইয়ের ঘরে আগুন।
ওই ওয়ার্ডের মেম্বার জানান, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তা ছাড়া ওই বাড়িতে গভীর রাতে আগুন লাগবে কী করে। তিনি ওই শিশু ধর্ষণের বিচার দাবি করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা শোনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। হঠাৎ করে ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শোনামাত্র জড়িত থাকার অভিযোগে তারেক কাজী নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি আফজাল কাজীর ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
নারী ও পুরুষ দর্শকের ভিড়ে জমজমাট নীলফামারীর একমাত্র সৈয়দপুরের ‘তামান্না সিনেমা’ হল। ঈদের দিন থেকে এ সিনেমা হলে প্রতিদিন লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে। যা গত এক মাস আগে প্রতিদিন সর্বোচ্চ ২০ হাজার টাকার টিকিট বিক্রি হয়নি।
১৭ মিনিট আগেইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে বাদী ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটর সাইকেল ক্রয়ের জন্য মূল্য পরিশোধ করেন। শর্ত ছিল, ইভ্যালি কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করবে। তবে সরবরাহ করতে ব্যর্থ হয় ইভ্যালি।
৪২ মিনিট আগেপবিত্র ঈদুল ফিতর, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শুরু হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও। আজ রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর সচল হয়ে ওঠে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে ১৭০টি ইয়াবাসহ ইমন মোল্লা (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁও বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে