Ajker Patrika

বাগেরহাটে প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৯: ৪১
বাগেরহাটে প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের একটি প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল বুধবার রাত ২টার পরে উপজেলার শুকদারা এলাকার এই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুন নেভাতে গিয়ে হাসান নামের কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণের কাজ চলছে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী। 

কারখানাটিতে কাঠ, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন ও শার্টারিং বোর্ড তৈরি করা হতো। 

কারখানার সূত্র বলছে, রাত ১০টা পর্যন্ত কারখানাটির মেশিন চালু ছিল। এরপর শ্রমিকেরা ফ্যাক্টরি বন্ধ করেন। রাত ২টার পর হঠাৎ আগুন লেগে যায়। এতে কারখানার বিভিন্ন যন্ত্র ছাড়াও বেশ কিছু প্রোডাক্ট পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে হাসান নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। 

তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল সোয়া ৬টা পর্যন্ত সেখানে ধোঁয়া ছিল। 

উডটেক প্লাইউড ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সুমন বলেন, ‘বেশির ভাগ মেশিনই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। আমাদের তৈরি কিছু বোর্ডও পুড়ে গেছে। পুড়ে যাওয়া মেশিনারির মূল্য ২৫-৩০ কোটি টাকা। কাঁচামাল ও প্রোডাক্টের ক্ষতি হিসাব না করে বলা যাবে না।’ 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ফকিরহাট, রামপাল ও বাগেরহাট সদরের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিং ডাউনের (ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণ) কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত