Ajker Patrika

বরিশালে আইনজীবীর সহকারী ১৬১ পিস ইয়াবাসহ আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 
আটককৃত শাহিদুল ইসলাম বেপারী। ছবি: সংগৃহীত
আটককৃত শাহিদুল ইসলাম বেপারী। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে এক আইনজীবীর সহকারী শাহিদুল ইসলাম ব্যাপারীকে ১৬১ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ডসংলগ্ন ফিশারি রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। শাহিদুল ইসলাম ব্যাপারী মোটরসাইকেলে বরিশালের দিকে যাচ্ছিলেন। গৌরনদীর ফিশারি রোড এলাকায় তাঁকে থামিয়ে দেহ তল্লাশি করে নীল প্যাকেটে মোড়ানো ১৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

আটক শাহিদুল ইসলাম ব্যাপারী বরিশালের কটকস্থল গ্রামের বাসিন্দা এবং হাসেম ব্যাপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজকোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘আটকের পর শাহিদুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বরিশাল আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা, সমালোচনার ঝড়

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত