Ajker Patrika

বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ২  

চৌগাছা (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ২  

যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইমন হোসেন (১৮) ও আবু তালেব (২২) নামে দুজন। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে বাঘারপাড়া ধলগাঁ রাস্তার জামদিয়া বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত সাজ্জাদ বাঘারপাড়া খলশি গ্রামের সুরত আলীর ছেলে। অন্যদিকে ইমন খলশি দাদপুর গ্রামের ও আবু তালেব বাঘারপাড়ার সুদ্দিপ নগরের বাসিন্দা। 

ওমর আলী নামে এক প্রত্যক্ষদর্শী জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাজ্জাদ ও ইমন দুই চালক আহত হন। এ ছাড়া এক পথচারীও গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় জানান, বিকেলে তিনজনকে উদ্ধার করে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, বাঘারপাড়া ধলগাঁ রাস্তার জামদিয়া বাজারে মোটরসাইকেল সামনা-সামনি সংঘর্ষে সাজ্জাদ হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ সময় ইমন হোসেন ও আবু তালেব আহত হয়েছেন। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত