Ajker Patrika

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫ হাজার কেজি আম ধ্বংস

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় রাসায়নিক মেশানো ৫ হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরার দেবহাটায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো পাঁচ হাজার কেজি গোবিন্দভোগ আম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জনসম্মুখে ট্রাকের চাকায় পিষে এই আম ধ্বংস করা হয়। 

গতকাল মঙ্গলবার দিনভর দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রাসায়নিক মেশানো আম জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। পরে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে জব্দ করা আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পান। এক মাসে ৭০ থেকে ৮০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম ধ্বংস করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। 

এ বিষয়ে ইউএনও খালিদ হোসেন বলেন, ‘সাতক্ষীরার গাছপাকা সুস্বাদু আম সারা দেশে বেশ সমাদৃত। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে অপরিপক্ব আম পেড়ে তা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করছেন। এতে সারা দেশে সাতক্ষীরার আমের ঐতিহ্য ও সুনাম কমছে। এভাবে চলতে থাকলে আগামীতে ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের কদর থাকবে না। পাশাপাশি জেলার আম চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।’ 

ইউএনও আরও বলেন, ‘গোবিন্দভোগ, গোপালভোগসহ বেশ কয়েকটি স্থানীয় জাতের আম পাড়ার জন্য ১২ মে দিন নির্ধারণ করে কিছুদিন আগে আমের ক্যালেন্ডার ঘোষণা করে জেলা প্রশাসন। তবে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রাকৃতিকভাবে আম পাকা শুরু হওয়ায় আজ বুধবার ক্যালেন্ডার সংশোধন করে ১২ মের পরিবর্তে ৫ মে থেকে আম পাড়ার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত