Ajker Patrika

পাঁচ বোমাসদৃশ বস্তু জব্দ, গ্রেপ্তার ৭

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৪: ৩২
পাঁচ বোমাসদৃশ বস্তু জব্দ, গ্রেপ্তার ৭

চুয়াডাঙ্গার জীবননগর থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তুসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে জীবননগর-চুয়াডাঙ্গা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনোহরপুরের মো. ইসমাইল হোসেন (৪৫), পেয়ারাতলার আব্দুল খালেক প্রধান (৫০), প্রতাপপুরের মো. মজিবর রহমান (৫০), কাশিপুর মাঝেরপাড়ার মো. ছকুল মন্ডল (৪৫), গয়েশপুর স্কুলপাড়ার মো. জাকির হোসেন (৪২), দৌলতগঞ্জের মো. আরজ আলী শাহ (৩০) ও আন্দুলবাড়িয়া মীরপাড়ার খন্দকার নাসির উদ্দীন সোহাগ (৫৬)। 

ওসি আব্দুল খালেক বলেন, সংবাদ পাই জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে অন্তর্ঘাতমূলক কাজের উদ্দেশ্যে ৩০ থেকে ৪০ জন জড়ো হয়েছিল। এ সময় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যান। পরে পাঁচটি হাতবোমা সদৃশ বস্তু জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে। 

কী উদ্দেশ্যে ওই ব্যক্তিরা সেখানে জড়ো হয়েছিলেন জানতে চাইলে ওসি বলেন, ‘এটা তদন্তের পর বলা যাবে। জব্দ করা পাঁচটি হাতবোমা সদৃশ বস্তু সত্যিকারের বোমা কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত