Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৬
বিদ্যুতায়িত হয়ে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়া সুগার মিলের এক নিরাপত্তা প্রহরী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের লেবার অফিসের টিনের চালে তাঁর মরদেহ পাওয়া যায়। 

মৃত নিরাপত্তা প্রহরীর নাম অশোক প্রামাণিক (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার মৃত ব্রজেন প্রামাণিকের ছেলে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার তাঁর মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কার খেয়ে ওই প্রহরী টিনের চালে পড়ে গিয়েছিলেন। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’ 

কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘অফিসার্স কলোনি এলাকায় সকালে ডিউটি ছিল আশোক প্রামাণিকের। সকাল ৮টার দিকে জানতে পারি পাশের লেবার অফিসের টিনের চালের ওপর বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে সে। পরে ফয়ার সার্ভিসকে খবর দিলে সেখান থেকে অশোকের লাশ উদ্ধার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘চালের ওপর দিয়েই বিদ্যুতের লাইন গিয়েছে। মাঝেমধ্যে নিরাপত্তা প্রহরীরা মিলের ভেতরে ও বাইরের গাছ থেকে জ্বালানি সংগ্রহ করতেন। ধারণা করছি, জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ওপরে উঠে তারে বিদ্যুতায়িত হন তিনি।’ 

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক যুগ ধরে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে আছেন অশোক প্রামাণিক। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের মাসতুতো ভাই ধনেশ কুমার বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত