Ajker Patrika

শেখ হাসিনার জনগণের ভোট লাগে না, লাগে বেনজীর-আজিজদের: রিজভী

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৪, ২০: ৪১
শেখ হাসিনার জনগণের ভোট লাগে না, লাগে বেনজীর-আজিজদের: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটবিহীন এ কাজে তার বেনজীরকে লাগে, লাগে আজিজদের। জনগণের ভোট তার (শেখ হাসিনা) লাগে না।’

আজ সোমবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘বিএনপি আন্দোলনের ডাক দিলে কলা-কচুখেত, বাঁশবাগান থেকে খুঁজে নেতা–কর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ। আর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজীর বিদেশে পালিয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদের, পুলিশ কিছুই জানে না। এটাও জনগণকে বিশ্বাস করতে হবে?

‘উনি কি ভারতের গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছেন? সেটা সরকারকে পরিষ্কার করতে হবে। কোটি কোটি টাকা পাচার করে, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, সেটা এই সরকার জানে না। সরকার আসলেই সব জানে।’

তিনি বলেন, ‘বেনজীরকে দিয়ে ক্ষমতার অনেক অপব্যবহার করেছে এই সরকার। বেনজীরকে দিয়ে এই সরকার বিরোধী দলকে দমন, রাতে ভোট ও মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে। হঠাৎ করে বেনজীরের দুর্নীতি আমলনামা ফুটে উঠল কেন? এর কারণ, সরকার আর বেনজীরের মধ্যে ভাগ–বাঁটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশে এতই উন্নয়নের গল্প হয়, আসলে উন্নয়ন এই দেশের খেটে খাওয়া মানুষের হয়নি। দেশে মোটা চালের দাম বাড়লেও চিকন চালের দাম বাড়ে না। এর কারণ, চিকন চাল ধনীদের খাবার আর মোটা চাল গরিবের খাবার।

যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা‘এই সরকার ধনীদের উন্নতি করছে। উন্নতি করছেন আমলাদের, দুর্নীতিবাজদের। উন্নয়ন করেছে জেনারেল আজিজদের, উন্নয়ন করছে আওয়ামী লীগের নেতা–কর্মীদের, এমপি-মন্ত্রী আওয়ামী ঠিকাদার–ব্যবসায়ীদের। এই সরকার খেটে খাওয়া গরিব মানুষের কোনো উন্নয়ন করেনি।’

রিজভী বলেন, ‘উন্নয়নের নামে হরিলুটের লঙ্কাকাণ্ড বইছে। এই দেশের জনগণের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বেকার হচ্ছে বাংলাদেশে। সরকার যে ১৫ বছরে এত উন্নয়নের কথা বলে? তাহলে এত বেকার হচ্ছে কেন? উন্নয়ন হলে তো মানব উন্নয়ন হবে। শিক্ষিত তরুণেরা চাকরি পাবে। এটাই তো উন্নয়নের নমুনা। আজ দেশে অনার্স–মাস্টার্স ছেলেরা রিকশা চালাচ্ছে। এটা কিসের আলামত। এটা গণতন্ত্রহীন সমাজব্যবস্থার আলামত।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কণ্ডু, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও আবুল হোসেন আজাদ। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত