Ajker Patrika

জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে বোন ও ভাবিকে হত্যার অভিযোগ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৬: ৪২
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে বোন ও ভাবিকে হত্যার অভিযোগ

মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আপন বোন ও বড় ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার সানঘাট গ্রামের আব্দুল আজিজের মেয়ে জোসনা খাতুন (৫৫) এবং গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি। অন্যজন জাকিয়া খাতুন (৪৫)। তিনি অভিযুক্ত ব্যক্তির বড় ভাই জাহিদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় জাহিদ হাসান ও তাঁর আরেক বোন শামিমা খাতুন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

অভিযুক্ত ছোট ভাই মহিবুল ইসলাম ওহিদ (৪৬) সানঘাট গ্রামের আব্দুল আজিজের ছোট ছেলে। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।

জাহিদের স্ত্রী জাকিয়া খাতুনের ভাই মেজবাহুর রহমান তোহা জানান, জমিজমা–সংক্রান্ত বিরোধের কারণে তাঁর বোনকে কুপিয়ে হত্যা করেছেন মহিবুল ইসলাম ওহিদ। তিনি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মহিবুল ইসলাম ওহিদ ও তাঁর ভাই জাহিদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা–সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ একটি পুকুরের মাছ তাঁর বোন ও ভাবি দেখতে গেলে এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায় জোসনা খাতুন ও জাকিয়া খাতুনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আরও দুজন আহত হন। 

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। মহিবুল ইসলাম ওহিদকে আটকে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত