Ajker Patrika

কুমারখালীতে রেললাইনে পড়ে ছিল তরুণীর মরদেহ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০: ৪৭
কুমারখালীতে রেললাইনে পড়ে ছিল তরুণীর মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তরুণীর বয়স আনুমানিক ১৮-২০ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ট্রেনে কাটা পড়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে রেললাইনে মরদেহটি পড়ে থাকার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমায়। এ সময় আশিক নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘স্থানীয়রা রেললাইনের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মরদেহ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে গেছে। হয়তো ওই ট্রেনে কেটেই এ ঘটনা ঘটতে পারে।’

রেললাইনের ওপর পড়ে আছে অজ্ঞাত তরুণীর মরদেহকুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যেহেতু ঘটনাটি রেললাইনে, সুতরাং আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে।’ 

ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তবে নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।’ 

পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত