Ajker Patrika

মহেশপুরে ফুটবল খেলা নিয়ে মারামারি, যুবলীগ নেতা নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২৩, ২১: ৫৭
মহেশপুরে ফুটবল খেলা নিয়ে মারামারি, যুবলীগ নেতা নিহত

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলা নিয়ে মারামারিতে ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ মণ্ডল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার বিকেলে উপজেলার আলমপুর স্কুল মাঠে ঘটনাটি ঘটে।

নিহত হানিফ মণ্ডল আলমপুর ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তাঁর দুটি সন্তান রয়েছে।

হানিফ মণ্ডলের চাচা সুমন হোসেন বলেন, আজ বিকেলে মহেশপুরের আলমপুর স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এরপর মারামারিতে তাঁর ভাইয়ের ছেলে হানিফ মণ্ডলের মৃত্যু হয়।

আহত তিনজন হলেন ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭) এবং শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৩৫)। আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তরুণী পাশা বলেন, ‘হানিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ ছাড়া আহত তিনজনের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে তাঁর বাড়ি মহেশপুরে হওয়ায় মামলা ওই থানায়ই হবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত