চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা চুয়াডাঙ্গার পাশেই আছে। টুপ করে যাতে ঢুকতে না পারে, সেজন্য খেয়াল রাখতে হবে।
চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ প্রাঙ্গণে আজ সোমবার (২৭ জানুয়ারি) নাগরিক কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদেরকে হাসিনা-আওয়ামী লীগ কিনতে পারেনি। পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। দয়া করে ক্ষমতামুখী হবেন না। যারা ক্ষমতামুখী হয়েছে, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের সাথে কাদের কাদের আত্মীয়তার সম্পর্ক ছিল, আমাদের জানা আছে। কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য দালালি করছে। তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না, সেই চিন্তায় আছে। কিন্তু আওয়ামী লীগের শাস্তির বিষয়ে কিছু বলছে না।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আপা (শেখ হাসিনা) কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছে। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় যেতে হবে। টুপ করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখবেন।’
আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, সেই আলোচনা অনেক পরে হবে জানিয়ে হাসনাত বলেন, ‘আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামানের বিচার করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার করতে হবে। তারপর আলোচনা হবে, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। আগে বিচার নিশ্চিতের জন্য রাজনৈতিক দল থেকে দাবি তুলুন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম অর্ক এতে সভাপতিত্ব করেন। সদস্যসচিব সাফফাতুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবু খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, কুষ্টিয়া জেলা সদস্যসচিব মুস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য এস এম আসরাফ সুইট প্রমুখ।
চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা চুয়াডাঙ্গার পাশেই আছে। টুপ করে যাতে ঢুকতে না পারে, সেজন্য খেয়াল রাখতে হবে।
চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ প্রাঙ্গণে আজ সোমবার (২৭ জানুয়ারি) নাগরিক কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদেরকে হাসিনা-আওয়ামী লীগ কিনতে পারেনি। পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। দয়া করে ক্ষমতামুখী হবেন না। যারা ক্ষমতামুখী হয়েছে, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের সাথে কাদের কাদের আত্মীয়তার সম্পর্ক ছিল, আমাদের জানা আছে। কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য দালালি করছে। তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না, সেই চিন্তায় আছে। কিন্তু আওয়ামী লীগের শাস্তির বিষয়ে কিছু বলছে না।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আপা (শেখ হাসিনা) কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছে। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় যেতে হবে। টুপ করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখবেন।’
আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, সেই আলোচনা অনেক পরে হবে জানিয়ে হাসনাত বলেন, ‘আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামানের বিচার করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার করতে হবে। তারপর আলোচনা হবে, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। আগে বিচার নিশ্চিতের জন্য রাজনৈতিক দল থেকে দাবি তুলুন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম অর্ক এতে সভাপতিত্ব করেন। সদস্যসচিব সাফফাতুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবু খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, কুষ্টিয়া জেলা সদস্যসচিব মুস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য এস এম আসরাফ সুইট প্রমুখ।
বাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
২ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
৬ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১২ মিনিট আগেবরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।
১৭ মিনিট আগে