Ajker Patrika

ট্যুরিস্ট ভিসায় বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত বন্ধ ৩ দিন

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১৩: ৫৪
Thumbnail image

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নিরাপত্তাজনিত কারণে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকবে। তবে শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা এই ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন। আগামী মঙ্গলবার (২১ মে) থেকে পুনরায় এই বন্দরে যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় ভারতীয় ইমিগ্রেশনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আযহারুল ইসলাম।

তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এ জন্য ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত লোক ও যানবাহন যাতায়াত সংক্ষিপ্ত করা হলো। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন। তিন দিন বন্ধ থাকবে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত।

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ঘিরে সীমান্তে বিএসএফের জোরদার টহলএ বিষয়ে বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি তিনি অবগত রয়েছেন। ইমিগ্রেশন থেকে তিনি এ বার্তা পেয়েছেন। তবে ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীদের যাতায়াতে বাধা নেই। 

এদিকে চেকপোস্টের পাশাপাশি সীমান্তপথে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে, সে কারণে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের টহল জোরদার করতে দেখা গেছে।

বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহার করে মেডিকেল, বিজনেস, ভ্রমণ ও স্টুডেন্ট ভিসায় প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৭ হাজার পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত হয়। ভারত ভ্রমণে ১২ বছরের ঊর্ধ্বে যাত্রীদের ভ্রমণ কর ১ হাজার ৫৫ টাকা এবং পাঁচ বছর থেকে ১২ বছর পর্যন্ত যাত্রীদের ৫৫৫ টাকা পরিশোধ করতে হয়। আর ০ থেকে ৫ বছরের যাত্রীদের বন্দর কর ৫৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত