Ajker Patrika

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

যশোরের মনিরামপুরে ইউএনও কার্যালয়ের সামনে ইটভাটার শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
যশোরের মনিরামপুরে ইউএনও কার্যালয়ের সামনে ইটভাটার শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভাটার মালিক ও শ্রমিকেরা।

উপজেলার ৪২টি ভাটার মালিক ও হাজারো শ্রমিক আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও নিশাত তামান্নার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভাটার মালিকেরা ইউএনওর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেন।

উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে শ্রমিকেরা এর আগে হেঁটে ও যানবাহনে চড়ে মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। বিক্ষোভ সমাবেশে তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। এ সময় জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী গাজী এনামুল হক উপস্থিত ছিলেন।

সমাবেশে মুন ব্রিকসের মালিক রবিউল ইসলাম মিঠু বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাদে ভাটা চালানোর সব ধরনের কাগজপত্র আমাদের আছে। আমরা প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা কর দিই। আমরা চাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকার আমাদের ভাটা চালানোর জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিক।’

ইটভাটা মালিক সমিতির মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘ইটভাটার সঙ্গে মনিরামপুরের হাজারো পরিবারের জীবন ও জীবিকা জড়িত। এই ভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। আমরা চাই মনিরামপুরে আর কোনো ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না হোক। বন্ধ করা হোক ভাটায় ভাঙচুর কার্যক্রম। তা না হলে আমরা সরকারকে কর দেওয়া বন্ধ করে দেব।’

ইউএনও নিশাত স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাটার মালিকদের দেওয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত