ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরে আরিফুল ইসলাম মানিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্ত্রীর অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
নিহত মানিক ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
নিহতের স্ত্রী হুমাইরা সুলতানা বলেন, ‘আমার স্বামী মানিকের সঙ্গে তার দুই ভাই সাইফুল ইসলাম ও সাদ্দাম হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বিভিন্ন সময়ে ভাইদের মধ্যে ঝগড়া হতো। আমার স্বামীকে অন্য ভাইয়েরা মারধরও করত। এসব ঝামেলায় আমাকেও ১৫ দিন বাড়ি থেকে তারা বের করে দেয়। এ কারণে পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকতাম আমরা।’
হুমাইরা সুলতানা আরও বলেন, ‘গতকাল দুপুরে আমার স্বামী তাঁর বাবার বাড়িতে যায়। বিকেলে তার ভাইয়েরা মারধর করে। পরে রাত সাড়ে ১১টার দিকে আমাকে সাইফুল কল দিয়ে জানায় মানিক বারান্দার গ্রিলের সঙ্গে আটকে অসুস্থ হয়ে পড়েছে। আমি পৌঁছানোর আগেই তারা হাসপাতালে নিলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।’
‘ওরা আমার স্বামীকে মেরে বারান্দার গ্রিলের সঙ্গে আটকে রেখেছিল। কারণ তার মাথা ছিল গ্রিলের বাইরে আর দেহ ছিল ভেতরে। আমি ওদের শাস্তি চাই।’ যুক্ত করেন হুমাইরা সুলতানা।
এদিকে নিহতের স্বজনেরা জানান, বাড়ির সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বিকেলেও তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কী কারণে মানিকের মৃত্যু হয়েছে তা জানা নেই।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ শহরে আরিফুল ইসলাম মানিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্ত্রীর অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
নিহত মানিক ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
নিহতের স্ত্রী হুমাইরা সুলতানা বলেন, ‘আমার স্বামী মানিকের সঙ্গে তার দুই ভাই সাইফুল ইসলাম ও সাদ্দাম হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বিভিন্ন সময়ে ভাইদের মধ্যে ঝগড়া হতো। আমার স্বামীকে অন্য ভাইয়েরা মারধরও করত। এসব ঝামেলায় আমাকেও ১৫ দিন বাড়ি থেকে তারা বের করে দেয়। এ কারণে পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকতাম আমরা।’
হুমাইরা সুলতানা আরও বলেন, ‘গতকাল দুপুরে আমার স্বামী তাঁর বাবার বাড়িতে যায়। বিকেলে তার ভাইয়েরা মারধর করে। পরে রাত সাড়ে ১১টার দিকে আমাকে সাইফুল কল দিয়ে জানায় মানিক বারান্দার গ্রিলের সঙ্গে আটকে অসুস্থ হয়ে পড়েছে। আমি পৌঁছানোর আগেই তারা হাসপাতালে নিলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।’
‘ওরা আমার স্বামীকে মেরে বারান্দার গ্রিলের সঙ্গে আটকে রেখেছিল। কারণ তার মাথা ছিল গ্রিলের বাইরে আর দেহ ছিল ভেতরে। আমি ওদের শাস্তি চাই।’ যুক্ত করেন হুমাইরা সুলতানা।
এদিকে নিহতের স্বজনেরা জানান, বাড়ির সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বিকেলেও তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কী কারণে মানিকের মৃত্যু হয়েছে তা জানা নেই।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের সঙ্গে নোয়াখালীর আওয়ামী লীগের আবদুল কাদের মির্জার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ওই ছবিতে কাদের মির্জার পাশে তাঁকে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
৪ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে এক দফায় ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়িতে ভাঙচুর চালান। আরেক দফায় হিন্দুপল্লিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ করা হয়
১২ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
২০ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
২২ মিনিট আগে