মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশে চলমান দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। আজ বুধবার সকালে বাংলাদেশের পতাকাবাহী ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজে এসেছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা এবং বঙ্গবন্ধু রেলওয়ের মালামাল নিয়ে এসেছে পানামা পতাকাবাহী ‘এমভি সান ইউনিটি’ জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য আজকের পত্রিকাকে জানায়।
বসুন্ধরা ইমপ্রেস জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, আজ সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ৮ নম্বর বয়ায় ৩০ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি নোঙর করে। এরপর সেখান থেকে ছোট লাইটারে কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে।
এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া এই জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হয় ১৯ হাজার ৫০০ টন কয়লা। সেই কয়লা এরই মধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি ৩০ হাজার টন কয়লা মোংলা বন্দর দিয়ে খালাস করে সেখানে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
বন্দরে আসা অপর বিদেশি জাহাজ ‘এমভি সান ইউনিটি’তে এসেছে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল স্ট্রাকচার। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, বেলা ১১টায় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। গত ২ এপ্রিল ভিয়েতনাম থেকে ১৬৯ প্যাকেজের ১ হাজার ৫৪৮ দশমিক ৪৬ টন মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি।
আজ দুপুর ১২টার পর থেকে এই জাহাজটির পণ্য খালাস শুরু হয়েছে। পরে সড়কপথে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে খালাস হওয়া এসব পণ্য পৌঁছে দেওয়া হবে। এর আগে গত ১৯ মার্চ বিদেশি জাহাজ এমভি এভার চ্যাম্পিয়নে এই সেতুর ১৪৪ প্যাকেজের ১ হাজার ৪১১ দশমিক ৬২ টন মেশিনারি পণ্য আসে।
এদিকে কয়লা সংকটে বন্ধ থাকা রামপাল বিদ্যৎকেন্দ্র দু-এক দিনের মধ্যে আবার বিদ্যুৎ উৎপাদনে যাবে।
আজ আমদানি হওয়া এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
বিআইএফপিসিএলের উপব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল রামপালের এই বিদ্যুৎকেন্দ্র। উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৬০ মেগাওয়াট ঢাকার জাতীয় গ্রিডে ও ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হচ্ছিল।
নিয়মিত উৎপাদনের জন্য কেন্দ্রটিতে দৈনিক পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। কিন্তু কয়লা সংকটে ২৩ এপ্রিল রাত থেকে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
দেশে চলমান দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। আজ বুধবার সকালে বাংলাদেশের পতাকাবাহী ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজে এসেছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা এবং বঙ্গবন্ধু রেলওয়ের মালামাল নিয়ে এসেছে পানামা পতাকাবাহী ‘এমভি সান ইউনিটি’ জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য আজকের পত্রিকাকে জানায়।
বসুন্ধরা ইমপ্রেস জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, আজ সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ৮ নম্বর বয়ায় ৩০ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি নোঙর করে। এরপর সেখান থেকে ছোট লাইটারে কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে।
এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া এই জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হয় ১৯ হাজার ৫০০ টন কয়লা। সেই কয়লা এরই মধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি ৩০ হাজার টন কয়লা মোংলা বন্দর দিয়ে খালাস করে সেখানে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
বন্দরে আসা অপর বিদেশি জাহাজ ‘এমভি সান ইউনিটি’তে এসেছে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল স্ট্রাকচার। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, বেলা ১১টায় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। গত ২ এপ্রিল ভিয়েতনাম থেকে ১৬৯ প্যাকেজের ১ হাজার ৫৪৮ দশমিক ৪৬ টন মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি।
আজ দুপুর ১২টার পর থেকে এই জাহাজটির পণ্য খালাস শুরু হয়েছে। পরে সড়কপথে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে খালাস হওয়া এসব পণ্য পৌঁছে দেওয়া হবে। এর আগে গত ১৯ মার্চ বিদেশি জাহাজ এমভি এভার চ্যাম্পিয়নে এই সেতুর ১৪৪ প্যাকেজের ১ হাজার ৪১১ দশমিক ৬২ টন মেশিনারি পণ্য আসে।
এদিকে কয়লা সংকটে বন্ধ থাকা রামপাল বিদ্যৎকেন্দ্র দু-এক দিনের মধ্যে আবার বিদ্যুৎ উৎপাদনে যাবে।
আজ আমদানি হওয়া এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
বিআইএফপিসিএলের উপব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল রামপালের এই বিদ্যুৎকেন্দ্র। উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৬০ মেগাওয়াট ঢাকার জাতীয় গ্রিডে ও ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হচ্ছিল।
নিয়মিত উৎপাদনের জন্য কেন্দ্রটিতে দৈনিক পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। কিন্তু কয়লা সংকটে ২৩ এপ্রিল রাত থেকে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করা সেই তরুণীর সঙ্গে তাঁর অভিভাবকদের আপস হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ কথা জানান তরুণী মেহরীন আহমেদ। এ সময় তাঁর মা-বাবাও উপস্থিত ছিলেন।
১৩ মিনিট আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দুই মাস পর উপাচার্য পেল পাঁচ মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়টি।
৩২ মিনিট আগেগভীর রাতে মাস্ক ও হেলমেট পরে ছদ্মবেশী মিছিল। মুখে ‘জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত-শিবিরের চামড়া, খুলে নেব আমরা’, ‘বিএনপির চামড়া, খুলে নেব আমরা’ স্লোগান। ভিডিও দেখে যে কারও মনে হতে পারে আওয়ামী লীগের মিছিল। তবে মিছিলে ছিলেন জামায়াত নেতা সোলায়মান হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজ,
৩৭ মিনিট আগেকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমার পাওনা ১৭ লাখ টাকা ও স্বরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন...
৩৯ মিনিট আগে