Ajker Patrika

প্রতিবন্ধীর অভিযোগ মিথ্যা, ট্রাক্টরের কাগজপত্র যুবদল নেতার নামে—পাল্টা দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি
যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমার পাওনা ১৭ লাখ টাকা ও স্বরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন মজিবুর রহমান নজরুল।’

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বুলবুল। তিনি পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের বাসিন্দা।

যুবদল নেতা বুলবুল অভিযোগ করে বলেন, ‘নজরুল আর আমি অংশীদারি ব্যবসা করতাম। একসময় নজরুলের কাছ থেকে ১৭ লাখ টাকা পাওনা হয়। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতিতে একাধিকবার দরবার হয়। এতে টাকা পরিশোধের আশ্বাস দেন নজরুল। কিন্তু দুই বছর হয়ে গেলেও তিনি আমার পাওনা টাকা পরিশোধ করেননি।’

যুবদল নেতা দাবি করেন, ‘গাড়ির সমস্ত কাগজপত্রও আমার নামে। ট্রাক্টরটি নজরুল তাঁর ইটখোলায় ব্যবহার করার জন্য ভাড়া নেন। ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ায় আলোচনা সাপেক্ষে দুই বছর আগে গাড়িটি ফেরত নিয়ে আসি। কথা ছিল এক বছরের মধ্যে আমার পাওনা টাকা পরিশোধ করবে। কিন্তু আজও তিনি আমার টাকা পরিশোধ করেননি।’

মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার অভিযোগের বিষয়ে যুবদল নেতা বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। টাকা আত্মসাৎ করতেই এসব পরিকল্পনা করে নজরুল।’

বুলবুল বলেন, পাওনা ১৭ লাখ টাকা পরিশোধ না করলে নজরুলের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) একই স্থানে সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী মজিবুর রহমান নজরুল অভিযোগ করেন, ট্রাক্টর ভাড়া নিয়ে আর ফেরত দিচ্ছেন না যুবদল নেতা বুলবুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত