Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস: দুবলার চরে পানি বেড়েছে প্রায় ৫ ফুট

প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২১, ১৬: ০৭
ঘূর্ণিঝড় ইয়াস: দুবলার চরে পানি বেড়েছে প্রায় ৫ ফুট

রামপাল (বাগেরহাট): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় বাড়তে শুরু করেছে।

সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানিয়েছেন, সাগরে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে।

এদিকে মোংলার পশুর নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় পৌর শহরের বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে। পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা, কলাতলা, সুন্দরতলা, জয়মনি এলাকার নিচু এলাকা দেড় থেকে দুই ফুট কোথাও কোথাও এর বেশিও পানি উঠেছে। তবে রাতের জোয়ারে আরও বেশি পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দুর্যোগ মোকাবিলায় মঙ্গলবার সকালে উপজেলায় জরুরি সভা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, সকল দুর্যোগ থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে আসছে, এবারও তাই হবে। তারপরও মোংলা-রামপালে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত