Ajker Patrika

রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে তাঁর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পাখি আকতার ওই গ্রামের খলিফা বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। এই দম্পতির চার ছেলেমেয়ে রয়েছে।

পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, ‘আজ ভোর ৫টার দিকে মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের মাঝখানের একটি খোলা কক্ষে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওই নারীর স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, ৭-৮টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন পাখি আকতার। মাসে তাঁর ১৮-২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপে তিনি আত্মহত্যা করতে পারেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছেন তাঁরা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত