Ajker Patrika

নেত্রকোনায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
উদ্ধার অভিযান। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার অভিযান। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদে ওই বাল্কহেড ডুবে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শ্রমিক হচ্ছেন জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।

ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এ ছাড়া পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তাদের সঙ্গে উদ্ধার কাজে যুক্ত ছিল। অবশেষে ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে ওই দুইজনকে পাওয়া যায়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত