নিজস্ব প্রতিবেদক, খুলনা ও খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারীতে নতুন আঙ্গিকে এবং দৃষ্টিনন্দনভাবে স্টিল আর্চ সেতু নির্মাণ হতে যাচ্ছে। কাল বৃহস্পতিবার সকালে ময়ূর নদের ওপর নির্মাণকাজের উদ্বোধন করা হবে।
এই সেতুর উদ্বোধন করবেন খুলনা সদর আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহামুদ শরীফ। স্বাগত বক্তব্য দেবেন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী।
খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী এলাকা। খুলনা বিশ্ববিদ্যালয়, পাইকারি ও খুচরা বৃহৎ বাজার এবং জনবসতি গড়ে ওঠায় মানুষ ও যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া গত কয়েক বছর ধরে নগরীতে প্রবেশের জন্য এই এলাকা দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক মানুষও চলাচল করছে।
এ জন্য এই এলাকায় যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিনই গল্লামারী সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
পাকিস্তান আমলে গল্লামারী এলাকায় ময়ূর নদীর ওপর একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে যান চলাচল বৃদ্ধি পাওয়া এবং পুরোনো সেতুটি জীর্ণ হওয়ায় ২০১৫ সালে পুরোনো সেতুটি গাঁ ঘেঁষেই আরও একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এই সেতুটি অপরিকল্পিতভাবে নির্মাণ করায় এর নিচ দিয়ে নৌযান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এখন দুটি সেতু ভেঙে নতুন ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হচ্ছে।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামন আজকের পত্রিকাকে বলেন, নগরীর জিরো পয়েন্ট ও গল্লামারী এলাকার যানজটমুক্ত করে নগরীতে সহজ ও স্বস্তিতে যানবাহন ও মানুষের চলাচলের সুবিধার্থে ফোর লেনের সড়কের পাশাপাশি নতুন আঙ্গিকে দৃষ্টিনন্দন গল্লামারী সেতু নির্মাণ করা হচ্ছে।
হাতিরঝিলের আদলে সেতুটির নকশা তৈরি করা হয়েছে। নৌযান চলাচলের সুবিধার্থে এই সেতুর নিচে কোনো পিলার থাকছে না। নতুন এই সেতু নির্মিত হলে গল্লামারী এলাকার দৃশ্যপট পাল্টে যাওয়ার পাশাপাশি নগরীর অন্যতম প্রবেশদ্বার এলাকায় মানুষের চলাচল ও যানজট মুক্ত হবে জানান তিনি। এতে ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি টাকা।
খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারীতে নতুন আঙ্গিকে এবং দৃষ্টিনন্দনভাবে স্টিল আর্চ সেতু নির্মাণ হতে যাচ্ছে। কাল বৃহস্পতিবার সকালে ময়ূর নদের ওপর নির্মাণকাজের উদ্বোধন করা হবে।
এই সেতুর উদ্বোধন করবেন খুলনা সদর আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহামুদ শরীফ। স্বাগত বক্তব্য দেবেন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী।
খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী এলাকা। খুলনা বিশ্ববিদ্যালয়, পাইকারি ও খুচরা বৃহৎ বাজার এবং জনবসতি গড়ে ওঠায় মানুষ ও যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া গত কয়েক বছর ধরে নগরীতে প্রবেশের জন্য এই এলাকা দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক মানুষও চলাচল করছে।
এ জন্য এই এলাকায় যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিনই গল্লামারী সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
পাকিস্তান আমলে গল্লামারী এলাকায় ময়ূর নদীর ওপর একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে যান চলাচল বৃদ্ধি পাওয়া এবং পুরোনো সেতুটি জীর্ণ হওয়ায় ২০১৫ সালে পুরোনো সেতুটি গাঁ ঘেঁষেই আরও একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এই সেতুটি অপরিকল্পিতভাবে নির্মাণ করায় এর নিচ দিয়ে নৌযান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এখন দুটি সেতু ভেঙে নতুন ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হচ্ছে।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামন আজকের পত্রিকাকে বলেন, নগরীর জিরো পয়েন্ট ও গল্লামারী এলাকার যানজটমুক্ত করে নগরীতে সহজ ও স্বস্তিতে যানবাহন ও মানুষের চলাচলের সুবিধার্থে ফোর লেনের সড়কের পাশাপাশি নতুন আঙ্গিকে দৃষ্টিনন্দন গল্লামারী সেতু নির্মাণ করা হচ্ছে।
হাতিরঝিলের আদলে সেতুটির নকশা তৈরি করা হয়েছে। নৌযান চলাচলের সুবিধার্থে এই সেতুর নিচে কোনো পিলার থাকছে না। নতুন এই সেতু নির্মিত হলে গল্লামারী এলাকার দৃশ্যপট পাল্টে যাওয়ার পাশাপাশি নগরীর অন্যতম প্রবেশদ্বার এলাকায় মানুষের চলাচল ও যানজট মুক্ত হবে জানান তিনি। এতে ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি টাকা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
১৯ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৬ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে