Ajker Patrika

খুলনার গল্লামারীতে হচ্ছে দৃষ্টিনন্দন সেতু, নির্মাণকাজের উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও খুলনা প্রতিনিধি
খুলনার গল্লামারীতে হচ্ছে দৃষ্টিনন্দন সেতু, নির্মাণকাজের উদ্বোধন কাল

খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারীতে নতুন আঙ্গিকে এবং দৃষ্টিনন্দনভাবে স্টিল আর্চ সেতু নির্মাণ হতে যাচ্ছে। কাল বৃহস্পতিবার সকালে ময়ূর নদের ওপর নির্মাণকাজের উদ্বোধন করা হবে। 

এই সেতুর উদ্বোধন করবেন খুলনা সদর আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহামুদ শরীফ। স্বাগত বক্তব্য দেবেন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী। 

খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী এলাকা। খুলনা বিশ্ববিদ্যালয়, পাইকারি ও খুচরা বৃহৎ বাজার এবং জনবসতি গড়ে ওঠায় মানুষ ও যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া গত কয়েক বছর ধরে নগরীতে প্রবেশের জন্য এই এলাকা দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক মানুষও চলাচল করছে। 

এ জন্য এই এলাকায় যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিনই গল্লামারী সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। 

খুলনার প্রবেশদ্বার গল্লামারীতে পূর্বে নির্মিত অপরিকল্পিত দুটি সেতু। ছবি: আজকের পত্রিকাপাকিস্তান আমলে গল্লামারী এলাকায় ময়ূর নদীর ওপর একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে যান চলাচল বৃদ্ধি পাওয়া এবং পুরোনো সেতুটি জীর্ণ হওয়ায় ২০১৫ সালে পুরোনো সেতুটি গাঁ ঘেঁষেই আরও একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এই সেতুটি অপরিকল্পিতভাবে নির্মাণ করায় এর নিচ দিয়ে নৌযান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এখন দুটি সেতু ভেঙে নতুন ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হচ্ছে। 

খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামন আজকের পত্রিকাকে বলেন, নগরীর জিরো পয়েন্ট ও গল্লামারী এলাকার যানজটমুক্ত করে নগরীতে সহজ ও স্বস্তিতে যানবাহন ও মানুষের চলাচলের সুবিধার্থে ফোর লেনের সড়কের পাশাপাশি নতুন আঙ্গিকে দৃষ্টিনন্দন গল্লামারী সেতু নির্মাণ করা হচ্ছে। 

হাতিরঝিলের আদলে সেতুটির নকশা তৈরি করা হয়েছে। নৌযান চলাচলের সুবিধার্থে এই সেতুর নিচে কোনো পিলার থাকছে না। নতুন এই সেতু নির্মিত হলে গল্লামারী এলাকার দৃশ্যপট পাল্টে যাওয়ার পাশাপাশি নগরীর অন্যতম প্রবেশদ্বার এলাকায় মানুষের চলাচল ও যানজট মুক্ত হবে জানান তিনি। এতে ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত