Ajker Patrika

উপমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, আ.লীগ নেতার বিচার দাবি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ৪৯
Thumbnail image

বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ হয়।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আওয়ামী লীগের নেতা জামিল হোসেন জামু প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ নিজের নানা অপরাধ ঢাকতে উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রামপাল উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দ্বাদশ সংসদ নির্বাচনবিষয়ক অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে শেখ আবু সাইদের বহিষ্কারের দাবি ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত