Ajker Patrika

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন ২ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী। ছবি: আজকের পত্রিকা
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে সদর থানায় নেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে যশোর জেলা সদরের রুদ্রপুর গ্রামের ‘শ্যামলছায়া’ পার্কে অবরুদ্ধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাঁকে হেফাজতে নেয়। এরপর রাতেই যশোর কোতোয়ালি থানা থেকে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানায় আনা হয়। তাঁকে ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত