Ajker Patrika

সাতক্ষীরার বিনেরপোতা মাছবাজার: দিনে বিক্রি ২০ কোটি, তবে জায়গা-পার্কিংয়ের সংকট

আবুল কাসেম, সাতক্ষীরা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১: ০৯
সাতক্ষীরার বিনেরপোতা মাছবাজার: দিনে বিক্রি ২০ কোটি, তবে জায়গা-পার্কিংয়ের সংকট

সাতক্ষীরায় মাছ কেনাবেচার প্রধান বাজারে পরিণত হয়েছে সদর উপজেলার বিনেরপোতা। শত শত ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়ে সরগরম থাকে এই বাজার। প্রতিদিন কমপক্ষে ২০ কোটি টাকার লেনদেন হয়। তবে জায়গার সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সঙ্গে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় পুরো এলাকায় যানজট লেগে থাকে।

সদর উপজেলা পরিষদ থেকে জানা গেছে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশের এ বাজারটি চলতি অর্থবছরে ৫৪ লাখ টাকায় ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এখানকার ব্যবসায়ীরা জানান, বিনেরপোতা মাছবাজার প্রতিষ্ঠিত হয় আশির দশকে। প্রথম দিকে স্বল্প কেনাবেচা হলেও ধীরে ধীরে বাড়তে থাকে পরিধি। বর্তমানে অর্ধশতাধিক স্থায়ী এবং ২০-২৫টি অস্থায়ী মাছের আড়ত রয়েছে এ বাজারে। এখানে তালা, কলারোয়া, সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলা থেকে মাছ নিয়ে আসেন বিক্রেতারা। তেমনি ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন। তবে বাজারে জায়গা কম থাকায় তাঁরা স্বাচ্ছন্দ্যে কেনা-বেচা করতে পারেন না।

ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় মাছবাজার বিনেরপোতা। এখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। জেলার ৭০ ভাগ মাছ এখানে বিক্রি হয়। সারা দেশ থেকে ট্রাক ও লরি এসে এখানে প্রচুর জ্যামের সৃষ্টি করে। এ বাজার ঘিরে ৫০ হাজারের মতো শ্রমিক, ব্যবসায়ী ও ঘেরমালিকের কর্মসংস্থান হয়েছে। সরকার যদি এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করত, তবে খুব ভালো হতো।’ আরেক ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, এখানে ১ হাজারের মতো শ্রমিক কাজ করেন। বাইরের ব্যবসায়ী আসেন ৩ শতাধিক।

বিনেরপোতা মাছবাজার সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ মণ্ডল বলেন, ‘এখানে সরকারি যে জায়গা তা ছোট। মাছ কেনাবেচার জায়গা খুবই কম। সরকার যদি খেয়াল দেয়, তাহলে সুন্দর পরিবেশে ব্যবসায়ীরা মাছ কেনাবেচা করতে পারবেন। বাজারটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে প্রায় ৫০টি আড়ত আছে, যেখানে কোটি কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এখান থেকে আমরা লাখ লাখ টাকা রাজস্ব দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত সরকারি অবকাঠামো নির্মাণ হয়নি। সরকারের কাছে আবেদন জানাই, মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে একটি মার্কেট নির্মাণ করে দিক।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, বিনেরপোতা বাজারটি জেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ওই জায়গাটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের। রাস্তা সম্প্রসারণের জন্য জায়গাটি কখনো না কখনো ছাড়তে হবে। তাই মাছের বড় বাজারটি অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এটি বড় পরিসরে করা হবে, যাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত