Ajker Patrika

ঝিনাইদহে মুরগির দোকান দখলে নিলেন বিএনপি সমর্থকেরা

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ
ঝিনাইদহে মুরগির দোকান দখলে নিলেন বিএনপি সমর্থকেরা

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মুরগির দোকান দখল করে নিয়েছেন বিএনপি সমর্থকেরা। গতকাল রোববার সন্ধ্যায় কালীগঞ্জ নতুন বাজারের মুরগি ব্যবসায়ী কামরুজ্জামান রনোর ব্যবসাপ্রতিষ্ঠানটি দখল করে নেন বিল্লাল হোসেন ও মামুন হোসেন নামে বিএনপির দুই সমর্থক। দখলের সময় মুরগি ব্যবসায়ী কামরুজ্জামান রনোকে দোকান থেকে বের করে দিয়ে মামুনকে বসিয়ে দেওয়া হয়।

বিল্লাল ও মামুন স্থানীয় বিএনপির একাংশের নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি সমর্থক বিল্লাল ও মামুন নানা অপকর্মের সঙ্গে জড়ায় বলে অভিযোগ রয়েছে।

মুরগি ব্যবসায়ী রনো জানান, আমি প্রায় ৩০ বছর ধরে এখানে মুরগি ও ছাগলের মাংসের ব্যবসা করছি। জেলা পরিষদ থেকে নিয়ম অনুযায়ি বরাদ্দ নেওয়া। নিয়মিত ভাড়া পরিশোধ করি। আমি সক্রিয়ভাবে কোন দলের সঙ্গে জড়িত নয়। গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ বিল্লাল ও মামুন এসে আমার প্রতিষ্ঠানের একটি মুরগির খাঁচা বের করে দেয়। এরপর অপর একটি খাঁচা তুলে মামুন দোকানে উঠে দখল নেয়। এরপর তারা বলে এখন থেকে এই দোকানের মালিক মামুন। মামুন আড়পাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে। 

স্থানীয় বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মোশারফ হোসেন জানান, আমরা ফিরোজের সঙ্গে রাজনীতি করি। আমাদের আজও মিটিং হয়েছে। যেকোনো ধরনের চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। বিল্লাল এবং মামুন আমাদের সঙ্গেই দল করে। কিন্তু তারা যেটা করেছে, সেটা হটকারিতা। আমরা এর বিপক্ষে, আমরা এটা চাই না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, এ ব্যপারের থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনাটি আমি জানি। দোকান দখলের কোনো বিষয় না। আওয়ামী লীগ সরকার থাকতে ওখানে কামরুজ্জামান জায়গাটি দখল করে মুরগির দোকান দেয়। গতকাল বিল্লাল হোসেনরা গিয়ে একটি খাঁচা উঠায় নেয় আর বলা হয় সামাজিকভাবে আলোচনা করে এখানে ব্যবসা করতে হবে। এ ছাড়া দখলের কোনো বিষয় না। এই প্রতিবেদককে আরও বলেন, এ বিষয় নিয়ে নিউজ করার দরকার নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত