Ajker Patrika

পদ্মা সেতু দেখে ফেরার পথে দুজন নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১২: ১৩
Thumbnail image

পদ্মা সেতুর উদ্বোধন দেখে ফেরার পথে ট্রাক-মাইক্রোবাস দুর্ঘটনায় যশোরের ব্যবসায়ী অহিদুল ইসলাম (৫৮) ও প্রাইভেট কারের চালক মফিজুর রহমান খান (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও কয়েকজন আহত হয়েছেন। 

নিহত অহিদুল ইসলাম সদর উপজেলার রূপদিয়া বাজারের ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে। নিহত আরেকজন মফিজুর রহমান রূপদিয়া কচুয়া খানপাড়ার প্রাইভেট কারের চালক। এ দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদ। 

নিহতের স্বজনেরা জানান, নিহতরা পদ্মা সেতু উদ্বোধন দেখতে গিয়েছিলেন। উদ্বোধন শেষে মাইক্রোবাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত