Ajker Patrika

ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ওই শিশুর নানির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মালিথাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নানি রহিমা খাতুনকে আটক করেছে মিরপুর থানা-পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকার জাকারিয়ার মেয়ে জান্নাতুল (১৫ মাস) কয়েক দিন আগে একই উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মালিথাপাড়ায় নানা জিয়ারুলের বাড়িতে বেড়াতে আসে। 

মঙ্গলবার বিকেলে ঘুমন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন নানি রহিমা খাতুন শিশু জান্নাতুলকে উঠিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ফেলে দেয়। বাড়ির লোকজন পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। 

পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। 

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে শিশুটির নানিকে আটক করা হয়েছে। শিশুটিকে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত