Ajker Patrika

সুন্দরবনে জেলেদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৭ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
সুন্দরবনে জেলেদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৭ 

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ শিকারের সময় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন সাত বন কর্মকর্তা-কর্মচারী। গতকাল বুধবার বিকেল ৫টায় বনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে। 

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বুধবার রাত ১১টায় এ ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান। 

আহতেরা হলেন—এসিএফ মাহবুব হাসান, চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার (এসও) খলিলুর বরহমান, বোট ম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতেরা সবাই রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এসিএফ মাহবুব হাসান বলেন, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় গতকাল দুপুরে মাছ শিকার করছিলেন একদল জেলে। খবর পেয়ে গতকাল বিকেলে অভিযানে যায় চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় মারুফ বিল্লাহ নামের এক জেলেকে তাঁরা আটক করে নিয়ে আসেন। পরে নিষিদ্ধ এলাকা থেকে বাকি জেলেদের উঠে যেতে বললে তাঁদের ওপর চড়াও হন জেলেরা। একপর্যায়ে বইঠা ও দা দিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন। 

এসিএফ মাহবুব হাসান আরও বলেন, এ ঘটনায় হামলাকারী জয়মনি এলাকার জেলে নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদকে চিহ্নিত করা গেছে। এদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগও রয়েছে। হামলাকারী জেলেদের বিরুদ্ধে বন আইনে পিওআর (প্রসিকিউশন ওপেন্স রিপোর্ট) মামলা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত