মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ শিকারের সময় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন সাত বন কর্মকর্তা-কর্মচারী। গতকাল বুধবার বিকেল ৫টায় বনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বুধবার রাত ১১টায় এ ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান।
আহতেরা হলেন—এসিএফ মাহবুব হাসান, চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার (এসও) খলিলুর বরহমান, বোট ম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতেরা সবাই রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসিএফ মাহবুব হাসান বলেন, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় গতকাল দুপুরে মাছ শিকার করছিলেন একদল জেলে। খবর পেয়ে গতকাল বিকেলে অভিযানে যায় চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় মারুফ বিল্লাহ নামের এক জেলেকে তাঁরা আটক করে নিয়ে আসেন। পরে নিষিদ্ধ এলাকা থেকে বাকি জেলেদের উঠে যেতে বললে তাঁদের ওপর চড়াও হন জেলেরা। একপর্যায়ে বইঠা ও দা দিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন।
এসিএফ মাহবুব হাসান আরও বলেন, এ ঘটনায় হামলাকারী জয়মনি এলাকার জেলে নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদকে চিহ্নিত করা গেছে। এদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগও রয়েছে। হামলাকারী জেলেদের বিরুদ্ধে বন আইনে পিওআর (প্রসিকিউশন ওপেন্স রিপোর্ট) মামলা হয়েছে বলে জানান তিনি।
সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ শিকারের সময় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন সাত বন কর্মকর্তা-কর্মচারী। গতকাল বুধবার বিকেল ৫টায় বনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বুধবার রাত ১১টায় এ ঘটনার সততা নিশ্চিত করেন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান।
আহতেরা হলেন—এসিএফ মাহবুব হাসান, চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার (এসও) খলিলুর বরহমান, বোট ম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতেরা সবাই রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসিএফ মাহবুব হাসান বলেন, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় গতকাল দুপুরে মাছ শিকার করছিলেন একদল জেলে। খবর পেয়ে গতকাল বিকেলে অভিযানে যায় চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় মারুফ বিল্লাহ নামের এক জেলেকে তাঁরা আটক করে নিয়ে আসেন। পরে নিষিদ্ধ এলাকা থেকে বাকি জেলেদের উঠে যেতে বললে তাঁদের ওপর চড়াও হন জেলেরা। একপর্যায়ে বইঠা ও দা দিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন।
এসিএফ মাহবুব হাসান আরও বলেন, এ ঘটনায় হামলাকারী জয়মনি এলাকার জেলে নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদকে চিহ্নিত করা গেছে। এদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগও রয়েছে। হামলাকারী জেলেদের বিরুদ্ধে বন আইনে পিওআর (প্রসিকিউশন ওপেন্স রিপোর্ট) মামলা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে একটি বহুতল ভবনের ৯তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোতোয়ালি থানার আদালত এলাকাসংলগ্ন সড়কের পাশের রঙ্গম কনভেনশন হল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন...
৩০ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়ায় বড় ভাই বনি আমীনের পিটুনিতে মাদকাসক্ত ছোট ভাই নূরুল আমীন (১৯) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। আজ শুক্রবার দুপুরে ঘর থেকে নূরুলের লাশ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগরে খাল পার হতে গিয়ে এক মা ও তাঁর শিশুকন্যা ভেসে গেছে। পুলিশ আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে। মারা যাওয়া দুজন হলো বিলকিছ আক্তার ও তাঁর মেয়ে বিথি (২)। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামে।
১ ঘণ্টা আগে