চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে মিথ্যা মানব পাচার দমন আইনে মামলাসহ একাধিক মামলা করে হয়রানির অভিযোগে শ্বশুরের করা মামলায় সাবেক পুত্রবধূ শারমিন আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যশোরের একটি আদালত। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের একজন বেঞ্চ সহকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এর আগে গতকাল মঙ্গলবার মামলাটি করেন সদরের বারীনগর মানিকদিহি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান।
মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক নিলুফার শিরীন অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন। আসামি শারমিন আক্তার যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের হজরত আলী গাজীর মেয়ে।
মতিয়ার রহমানের অভিযোগে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ তাঁর ছেলে মামুনের সঙ্গে শারমিনের বিয়ে হয়। নানা কারণে একই বছরের ২ জুলাই মামুন শারমিনকে তালাক দেন। এরপর থেকে নানা ষড়যন্ত্র শুরু করেন শারমিন। একের পর এক মামলা দিতে থাকে আদালত ও থানায়। পঞ্চমবারের মতো ২০২০ সালের ৮ নভেম্বর মামুনের বিরুদ্ধে মানবপাচার দমন আইনে শারমিন একটি মামলা করেন।
এ মামলায় শারমিনকে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের একটি অপরিচিতের বাড়িতে নিয়ে আটকে রেখে ৫০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা করার অভিযোগ তোলা হয় মামুনের বিরুদ্ধে। পরে শারমিন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় মামুনের অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়, ‘ঘটনার দিন মোবাইল ট্র্যাকিংয়ের মামুনের অবস্থান ঢাকায় পাওয়া যায়। এ ছাড়া শারমিনের করা একাধিক মামলা পর্যালোচনা করে দেখা যায়, মামুনকে হয়রানির উদ্দেশ্যে শারমিন একের পর এক মামলা করেছেন। অন্যান্য দায়েরকৃত মামলারও তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি।’
মানব পাচার মামলা মিথ্যা হওয়ায় মামুনের বাবা শারমিনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা করেন। তাঁর অভিযোগ গ্রহণ করে আসামি শারমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
যশোরে মিথ্যা মানব পাচার দমন আইনে মামলাসহ একাধিক মামলা করে হয়রানির অভিযোগে শ্বশুরের করা মামলায় সাবেক পুত্রবধূ শারমিন আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যশোরের একটি আদালত। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের একজন বেঞ্চ সহকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এর আগে গতকাল মঙ্গলবার মামলাটি করেন সদরের বারীনগর মানিকদিহি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান।
মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক নিলুফার শিরীন অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন। আসামি শারমিন আক্তার যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের হজরত আলী গাজীর মেয়ে।
মতিয়ার রহমানের অভিযোগে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ তাঁর ছেলে মামুনের সঙ্গে শারমিনের বিয়ে হয়। নানা কারণে একই বছরের ২ জুলাই মামুন শারমিনকে তালাক দেন। এরপর থেকে নানা ষড়যন্ত্র শুরু করেন শারমিন। একের পর এক মামলা দিতে থাকে আদালত ও থানায়। পঞ্চমবারের মতো ২০২০ সালের ৮ নভেম্বর মামুনের বিরুদ্ধে মানবপাচার দমন আইনে শারমিন একটি মামলা করেন।
এ মামলায় শারমিনকে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের একটি অপরিচিতের বাড়িতে নিয়ে আটকে রেখে ৫০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা করার অভিযোগ তোলা হয় মামুনের বিরুদ্ধে। পরে শারমিন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় মামুনের অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়, ‘ঘটনার দিন মোবাইল ট্র্যাকিংয়ের মামুনের অবস্থান ঢাকায় পাওয়া যায়। এ ছাড়া শারমিনের করা একাধিক মামলা পর্যালোচনা করে দেখা যায়, মামুনকে হয়রানির উদ্দেশ্যে শারমিন একের পর এক মামলা করেছেন। অন্যান্য দায়েরকৃত মামলারও তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি।’
মানব পাচার মামলা মিথ্যা হওয়ায় মামুনের বাবা শারমিনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা করেন। তাঁর অভিযোগ গ্রহণ করে আসামি শারমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে