Ajker Patrika

পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৩ দাবিতে আবারও ইবি শিক্ষক সমিতির কর্মবিরতি

ইবি প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৪: ১০
Thumbnail image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাপ্তরিক কার্যক্রম শুরু হলে আবারও কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন ওই শিক্ষকেরা। তবে কর্মবিরতি চলাকালীন পরীক্ষাগুলো যথানিয়মে চলেছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। তাঁদের অন্য দুই দাবি হলো—প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এ কর্মসূচি নিয়েছি। দাবি মানা না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম আমরা বর্জন করব।’

এ সময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের সঙ্গে যদি এ রকম বৈষম্যমূলক আচরণ করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো যোগ্য শিক্ষক হারাবে। সিনিয়র শিক্ষকেরা অবসরের পর ১ কোটি ১৫ লাখ টাকা পাবে। কিন্তু বর্তমান শিক্ষকদের এই টাকার পরিমাণ অনেক কম হবে।

এর আগে ২৬ মে একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষকেরা। পরে ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এ ছাড়া ৪ জুন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত