Ajker Patrika

যশোরে ছয় দিনব্যাপী বইমেলার শুরু মঙ্গলবার

যশোর প্রতিনিধি
যশোরে ছয় দিনব্যাপী বইমেলার শুরু মঙ্গলবার

যশোরে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায়। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে এ বইমেলা আয়োজন করা হয়েছে। 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। মেলা থেকে বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ রয়েছে। প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ ও অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে। এ ছাড়া ভারতীয় বইয়ের ক্ষেত্রে এক রুপির বিপরীতে এক টাকা ৫০ থেকে ৮০ পয়সা দরে বই কেনা যাবে। 

প্রসঙ্গত প্রতি বছর যশোরে প্রথমা প্রকাশনীর পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও ছয় দিনের মেলায় বিভিন্ন গুণী লেখকদের বিভিন্ন বইয়ের পসরা সাজানো হবে। মেলায় গিয়ে এসব কেনার সুযোগ থাকবে। যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনেরা মেলায় উপস্থিত থাকবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত