Ajker Patrika

কালীগঞ্জে করোনা মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজের উদ্বোধন

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ১০: ১২
কালীগঞ্জে করোনা মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজের উদ্বোধন

কালীগঞ্জ (সাতক্ষীরা): স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা মহামারি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।

'মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ' প্রতিপাদ্য সামনে রেখে এই কার্যক্রম পরিচালনা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সুবহানসহ আরও অনেকে।

দেশের সকল পর্যায়ে সাধারণ মানুষের করোনা মহামারির সংক্রমণ থেকে নিজের সুরক্ষাসহ পরিবার তথা সবার জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কালীগঞ্জ উপজেলার ফুলতলা মোড়, রতনপুর বাজার, কালীগঞ্জ বাস টার্মিনাল, নলতা বাজারসহ অন্যান্য স্থানে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও কারাভ্যান প্রদর্শন এবং লিফলেট বিতরণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত