Ajker Patrika

ভারতে পাচারকালে বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে পাচারকালে বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ আটক ২

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার বিকেল ৩টার দিকে সীমান্তের রুদ্রপুর থেকে তাঁদের আটক করা হয়। ১২টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। আটকেরা হলেন—বেনাপোলের পুটখালি ইউনিয়নের মিন্টু হালদারের ছেলে দেব হালদার ও তাঁর সহযোগী একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।

বিজিবি—২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে স্বর্ণের চালান পাচারের সংবাদে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে বিজিবি। এ সময় সীমান্ত অতিক্রমে চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়।

স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটক দেব গত এক বছরে প্রায় ২০০ কেজি স্বর্ণ ভারতে পাচার করেছে বলে জানিয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হুন্ডি, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। আটকদের নামে মামলা দিয়ে শার্শা পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত